দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জেলার দুর্গাপুরে স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনের ব্যাক্তিগত উদ্যোগে এই প্রথম দুর্গাপুরে বই মেলা অনুষ্ঠিত হচ্ছে।

১৮ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. তরুন কান্তি সিকদার। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বই মেলার ২য় দিনের রাতে স্থানীয় পত্রিকা সুসঙ্গ বার্তা‘র সম্পাদক, কবি , সাংবাদিক জামাল তালুকদারের সম্পাদনায় ‘‘সোমেশ্বরীর বাঁকে’’ বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।

মেলা প্রাঙ্গনে বইয়ের মোড়ক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র শ,ম,জয়নাল অবেদীন,সুসঙ্গ কলেজের অধ্যক্ষ ড. ভবানী সাহা,মহিলা কলেজের অধ্যক্ষ দেলোয়ারা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামাল পারভেজ, কবি আদিত্য কৃষাণ, সাথী মজুমদার হ্যাপি, সাংবাদিক নিতাই সাহা, নির্মলেন্দু সরকার বাবুল প্রমুখ।

(এনএস/এএস/ফেব্রুয়ারি ২০, ২০১৫)