বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে  উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মো. জহিরুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত বছরের ২২নভেম্বর আওয়ামীলীগ সমর্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ মুমিত আসুকের মৃত্যুর পর চলতি বছরের ২৬ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শুণ্য ঘোষণা করেন। স্থানীয় সরকার বিভাগ নির্বাচন কমিশনকে চেয়ারম্যানের পদে উপনির্বাচনের নির্দেশ দিলে গত মঙ্গলবার জুড়ী উপজেলা চেয়ারম্যানের পদের তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, আগামী ১ মার্চের মধ্যে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন, ২ মার্চ মনোনয়ন পত্র বাছাইয়ের দিন, ১০মার্চ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৯ মার্চ ভোট গ্রহনের তারিখ ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যানের পদের জন্য প্রতিদ্বন্দী প্রার্থীরা রিটার্নিং অফিসার (অতিরিক্ত জেলা প্রশাসক) অথবা সহকারী রির্টানিং অফিসারের (উপজেলা নির্বাহী কর্মকর্তার) কাছে মনোনয়ন পত্র দাখিল করতে পারবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

(এলএস/এএস/ফেব্রুয়ারি ২০, ২০১৫)