রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে চারপাশে ময়লা আবর্জনা, দুর্গন্ধময় পরিবেশ এবং জবরদখলকারীদের শ্যোন দৃষ্টির মাঝে ঠায় দাঁড়িয়ে আছে অর্ধশত বছরের স্মৃতি বিজরিত রায়পুর কেন্দ্রীয় শহীদ মিনারটি। রায়পুর-চাঁদপুর মহাসড়কের পাশে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ মিনারটি এখন চরম অযত্ন-অবহেলায় রয়েছে। সংবাদকর্মী ও প্রশাসনের হস্তক্ষেপে নিশ্চি‎হ্ন হওয়া থেকে বেচে যাওয়া এ শহীদ মিনারটি দেখভালের জন্য রায়পুর কামিল (আলীয়া) মাদ্রাসার নিকট হস্তান্তর করা হলেও তাদের উদাসীনতায় এটি এখনো অসম্মানজনক অবস্থাতেই ময়লা আবর্জনার মধ্যে রয়েছে। এছাড়াও শহীদ মিনারটিকে ঘিরে চারপাশে গড়ে তোলা হয়েছে অবৈধ দোকানপাট।

উপজেলা পরিষদের সম্মুখে সম্প্রতি একটি শহীদ মিনার নির্মাণ হওয়ায় এটিকে এখন আর আগের মতো গুরুত্ব দিচ্ছেনা স্থানীয় প্রশাসন ও পৌরসভা। আগে তারা এটি দেখভাল করলেও এখন সেক্ষেত্রে শিথিলতা এসেছে বলে স্থানীয়দের অভিযোগ। ইতোমধ্যে কয়েকদফা শহীদ মিনারটি ভেঙ্গে তা দখল করে মার্কেট নির্মাণের প্রচেষ্টাও চালিয়েছে শহীদ মিনারের পিছনে থাকা জমির মালিকরা। ওই সময় একটি দৈনিকে রিপোর্ট প্রকাশিত হলে প্রশাসনের চাপে জবরদখল চেষ্টাকারীরা শহীদ মিনারটি পুন:নির্মাণ করে দেয়। শহীদ মিনারটি তত্ত্বাবধান প্রশাসনের পক্ষ থেকে রায়পুর কামিল (আলীয়া) মাদ্রাসার নিকট প্রদান করা হয়।

রায়পুর কামিল (আলীয়া) মাদ্রাসার অধ্যক্ষ মাও. মুনছুর আহম্মদ বলেন, শহীদ মিনারটি আমাদের দায়িত্বে থাকায় তা পরিস্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেয়া হচ্ছে।

(পিকেআর/এএস/ফেব্রুয়ারি ২০, ২০১৫)