আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশের গ্রামের বাড়ি চট্টগ্রামে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার স্থানীয় সময় ভোররাতে আবুধাবির মুছাফ্ফায় একটি টায়ারের দোকানে এই আগুন লাগে।

এ দুর্ঘটনায় বাংলাদেশিসহ অন্তত ৩০ জন অগ্নিদগ্ধ হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি আছেন। এখন পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি।

(ওএস/এটিআর/ফেব্রুয়ারি ২০, ২০১৫)