ঝালকাঠি প্রতিনিধি : আল্লাহ এবং আল্লাহর রসূলের স্বার্থই মুমিনের স্বার্থ। ঈমানের দাবিদার কোন ব্যক্তিই তার ব্যক্তিস্বার্থ কিম্বা দলগত স্বার্থে অন্যের অধিকার ক্ষুন্ন করতে পারে না। অথচ সরকার ও বিরোধীদলের স্বার্থান্ধতায় জাতি আজ বিপর্যস্ত, জাতীয় স্বার্থ উপেক্ষিত। এভাবে দেশ চলতে পারে না।’

শুক্রবার বাদ ফজর ঝালকাঠী নেছারাবাদ দরবার শরীফে অনুষ্ঠিত ০২ দিন ব্যাপী বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিলের উদ্বোধনী ভাষণে হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. এর একমাত্র ছাহেবজাদা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমীরুল মুছলিহীন, অধ্যক্ষ হযরত মাও. মুহাম্মদ খলীলুর রহমান নেছারাবাদী (নেছারাবাদী হুজুর) এ কথা বলেন।

আমীরুল মুছলিহীন নেছারাবাদী হুজুুর বলেন, ‘আউলিয়ায়ে কেরাম ও মুজাদ্দেদীনে ইসলামের অনুসৃত পথ ও আদর্শ থেকে আমরা বিচ্যুত হয়েছি বলেই আজকে আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মারাত্মক বিপর্যয়ের মুখোমুখী হয়ে পড়েছে। একদিকে দ্বীন-ইসলামের অপব্যাখ্যা দিয়ে ইফরাত (চরম) পন্থীরা বাড়াবাড়ি ও তাফরীত (শিথিল) পন্থীরা কাটছাট করে সিরাতুল মুস্তাকীম থেকে ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্তিতে নিপতিত করছে, অন্যদিকে মানবতার প্রধান শত্রু খোদাদ্রোহী নাস্তিক্যবাদী ও তাদের জালে জড়িয়ে পড়া কতিপয় রাজনীতিবিদ ধর্ম থেকে রাজনীতিকে বিচ্ছিন্ন করার অসাধু উদ্দেশে এসব ইফরাতী ও তাফরীতীদের নানানভাবে ব্যবহার করে দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরীর অপচেষ্টা করছে। হযরত ইমাম আবূ হানীফা রহ., মুজাদ্দেদে আলফেসানী রহ. প্রমুখের অনুসারী হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. ওলামায়েকরাম গণ যারা সরকার বা বিরোধীদের অন্ধ সমর্থন কিংবা অহেতুক বিরোধীতা পছন্দ করেন না বরং দেশ, জাতি ও দ্বীনের স্বার্থে সার্বক্ষণিক দিক নির্দেশনা প্রদান করেন । প্রাক-পাকিস্তান সরকারের অন্যায়ের প্রতিবাদ করে রোষানলে পড়েছেন হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.। তিনি মৃত্যুর আগ পর্যন্ত জাতির উদ্দেশে জেহাদ করে যেসব দিকনির্দেশনা প্রদান করেছিলেন তার একটিও বিফলে যায়নি এবং ভবিষ্যতেও বিফল হবে না ইনশাআল্লাহ।’

উপস্থিত হাজার-হাজার ধর্মপ্রাণ মানুষের উদ্দেশে নেছারবাদী হুজুর বলেন ‘আপনারা আল্লাহ এবং আল্লাহর রসূলের মেহমান। হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. এর মুহব্বতে এখানে এসেছেন। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করে আরো লক্ষ-লক্ষ মানুষ এখানে আসবেন। মাহফিল যেহেতু আগামী ২২শে ফেব্রুয়ারি বাদ ফজর তানফীযী বয়ান ও আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। আমরা আশা করব সরকার ও বিরোধীদল সকল স্বার্থান্ধতা পরিহার করে কেবলমাত্র জাতীয় স্বার্থে আন্তরিক হবেন এবং মুযাবযাবীন ও নাস্তিক্যবাদীদের পরিহার করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় পরস্পর হাতে হাত রাখবেন, অন্যথায় দেশবাসী কাউকে ক্ষমা করবে না। আল্লাহ আমাদের শুভবুদ্ধি দান করুন। আমীন!’

উল্লেখ্য, ঝালকাঠিতে হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. প্রতিষ্ঠিত ২ দিনব্যাপী ঐতিহ্যবাহী এ বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিলে প্রতি বছর বেশ কয়েক লাখ ধর্মপ্রাণ মানুষের আগমন ঘটে থাকে।

(এএম/এএস/ফেব্রুয়ারি ২০, ২০১৫)