নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটির ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি নারায়ণগঞ্জে পৌঁছেছে।

শনিবার বেলা ১১টা ২০ মিনিটে তদন্ত কমিটির সদস্যরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে পৌঁছান।

তদন্তের অংশ হিসেবে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করছেন তদন্ত কমিটির সদস্যরা। কাউন্সিলর নজরুল ইসলামসহ নিহত সাতজনের পরিবারের সদস্যরা তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিতে ডিসি কার্যালয়ে উপস্থিত আছেন।

সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনায় র‌্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যদের জড়িত থাকার অভিযোগের বিষয়টি তদন্তে গত ৭ মে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির চেয়ারম্যান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লা। অন্য সদস্যরা হলেন : জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবদুল কাইয়ুম সরকার ও আবুল কাশেম মহিউদ্দিন, আইন ও বিচার বিভাগ এবং সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোস্তাফিজুর রহমান ও মিজানুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব শফিকুর রহমান ও সাঈদ মাহমুদ বেলাল হায়দার।

এর আগে নারায়ণগঞ্জের যেসব এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়, বৃহস্পতিবার তদন্ত কমিটি সেসব স্থান পরিদর্শন করে।

(ওএস/এইচআর/মে ১০, ২০১৪)