স্টাফ রিপোর্টার : ঢাকা ব্যাংকের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন আবদুল হাই সরকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি (এমকম) লাভ করেন। এর পরই তিনি আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যবসা অঙ্গনে সফলতা লাভ করেন। দেশে শিল্পপতি হিসেবে পরিচিতি পান।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবদুল হাই সরকার বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সাবেক সভাপতি, বাংলাদেশ ব্যাংকস অ্যাসোসিয়েশনের (বিএবি) সাবেক ভাইস চেয়ারম্যান এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সাবেক পরিচালক।

এ ছাড়া, তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ট্রাস্টি, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) বোর্ড অব ট্রাস্টির প্রতিষ্ঠাতা সদস্য এবং যুক্তরাজ্যের লিভারপুলভিত্তিক আন্তর্জাতিক কটন অ্যাসোসিয়েশনের সহযোগী পরিচালক।
আবদুল হাই সরকার ব্যবসার পাশাপাশি সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। এ অবদানের জন্য তিনি স্বীকৃতিও পেয়েছেন।

(ওএস/এইচআর/মে ১০, ২০১৪)