ঝিনাইদহ প্রতিনিধি : দেশব্যাপি পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা ও বার বার হরতাল ডেকে এসএসসি পরিক্ষার্থীদের বিলম্ব করার প্রতিবাদে ঝিনাইদহে গণ-মিছিল করেছে ১৪ দল ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকালে এ গণ-মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে চুয়াডাঙ্গা বাসস্টান্ডে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা ১৪ দলের আহবায়ক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, তৈয়ব আলী জোয়ার্দ্দার, মাহমুদুল ইসলাম ফোটন, আক্কাস আলী, জেলা জাসদ সাধারণ সম্পাদক ফজলুর রহমান খুররম, এড ইসমাইল হোসেন, এড আক্কাস আলী, মতিয়ার রহমান, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক নুর-এ-আলম বিল্পব, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহম্মেদ, হরিনাকুন্ডু উপজেলা জাসদ আহবায়ক শাহানুর আলম প্রমুখ। সমাবেশে বক্তরা বলেন, বিএনপি-জামায়াত দেশকে ধংশের দিকে নিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের একটি নেতা-কর্মী বেঁচে থাকতে তা হতে দেব না। দেশের মানুষ তাদের ডাকা অবরোধ, হরতাল প্রত্যাখান করেছে। বিএনপি হরতাল ডেকে নেতারা ঘরে ঘুমায় ও মানুষের সঙ্গে নাটক করে। বিএনপি জামায়াতের এই তামাশা জাতি আর সহ্য করবে না।
(জেআর/পিবি/ফেব্রুয়ারি ২১,২০১৫)