নিউজ ডেস্ক : বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে আসছে স্মার্টফোন ‘উইকডলিক ওয়ামি টাইটান ৪’। ভারতের স্থানীয় ব্র্যান্ড ‘উইকডলিক’ গতকাল মোবাইলটি তাদের দেশের বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। এর ৫,৩৩০ এমএএইচ ব্যাটারিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী স্মার্টফোনের ব্যাটারি বলে দাবি করছে তারা।

ভারতীয় মুদ্রায় এর দাম পড়বে ১৪ হাজার ৯৯০ রুপি। থ্রি-জি সংযোগে ২৮ ঘণ্টা এবং টু-জি সংযোগে ৩১ ঘণ্টা কথা বলা যাবে একবার চার্জ দিয়ে। স্ট্যান্ডবাই থাকবে টানা ৪৩ দিন। পর্দার নিচেই এর হোমবাটনে ‘অ্যাডভান্সড ফিঙ্গারপ্রিন্ট আইডি সেন্সর’ যুক্ত করা হয়েছে।

দ্বৈত সিমের মোবাইলটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট। একে ললিপপ ৫.০-তে আপগ্রেড করা যাবে। পর্দা ৫ ইঞ্চি ফুল এইচ-ডি (১০৮০x১৯২০) ওজিএস, যার পিক্সেল ডেন্সিটি ৪৪১ পিপিআই।
অক্টাকোর মিডিয়াটেক এমটি৬৫৯২ প্রসেসরের ক্লক স্পিড ১.৭ গিগাহার্জ। রয়েছে মালি-৪৫০ জিপিইউ এবং ২ জিবি র‍্যাম। পেছনে সনি এক্সমোর আরএস সেন্সরযুক্ত ১৬ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা রয়েছে। সামনের ক্যামেরাটি ৫ মেগাপিক্সেল।

অভ্যন্তরীন ১৬ গিগাবাইট স্টোর ছাড়াও মাইক্রোএসডি কার্ড যোগ করা যাবে ৬৪ গিগাবাইট পর্যন্ত।
গত বছরের নভেম্বরে কম্পানিটি এনেছিল ২,৮০০ এমএএইচ ব্যাটারির উইকডলিক ওয়ামি ওয়ান মডেলের স্মার্টফোন।
সূত্র : এনডি টিভি

(ওএস/অ/ফেব্রুয়ারি ২১, ২০১৫)