যশোর প্রতিনিধি : জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রিয় কমিটির সহসম্পাদক আনোয়ার হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। তার পরিবারের দাবি শুক্রবার রাত ১০টার দিকে সাদা পোশাকের একদল পুলিশ সদর উপজেলার দেয়াড়ার বাড়ি থেকে তাকে আটক করে নিয়ে আসে। এর পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

পরিবারের অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা ওই রাতেই যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করলে তারা জানান, তাদের কেউ আনোয়ার হোসেনকে আটক করেনি। পরে পুলিশ সুপার আনিছুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনিও জানান, আনোয়ার কে পুলিশ আটক করেনি। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত আনোয়ার হোসেন নিখোঁজ ছিলেন। তার পরিবার উদ্বেগ উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
(জেকে/পিবি/ফেব্রুয়ারি ২১,২০১৫)