শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দু’টি সংগঠন রক্তদান বিষয়ক পৃথক পৃথক দুটি কর্মসূচি পালন করে। শ্রীমঙ্গলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কণ্ঠকথার উদ্যোগে এবং মুজিব জাহান রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় শ্রীমঙ্গলের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে রক্তদান কর্মসূচি। এতে প্রায় অর্ধশতাধিক ব্যাগ রক্ত সংগৃহিত হয়।
অপরদিকে,জানালা নামক একটি সংগঠনের উদ্যোগে হবিগঞ্জ রোডের সাদিমহল কমিউনিটি সেন্টারে চলে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষণ কর্মসূচি। জানালার আহ্বায়ক চন্দ্রশেখর অলমিক বলেন, ‘দুপুর ২টা পর্যন্ত ১৬০ জন ব্যক্তি তাদের রক্তের গ্রুপ জানতে পেরেছেন। এর মধ্যে নিজের রক্তের গ্র“প জানা এমন ৫ জন ব্যক্তি অপরের জন্য রক্ত দিতে গেছেন।’

(টিভি/এসসি/ফেব্রুয়ারি২১,২০১৫)