চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে ‘সিএসসিআর’ নামে একটি বেসরকারি ক্লিনিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ। এ সময় ধোঁয়ায় ২০ জন রোগী গুরুতর অসুস্থ্য হয়ে পড়েছে।

শনিবার সকাল সোয়া ৮টার দিকে নগরীর প্রবর্তক মোড়ে অবস্থিত এ ক্লিনিকে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগ্রাবাদ, নন্দনকানন ও চন্দনপুরার ৯টি ইউনিট কাজ করে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, অগ্নিকাণ্ডে হাসপাতালের নয়তলার হিসাবরক্ষণ ও প্রশাসনিক কার্যালয়ের কাগজপত্র পুড়ে গেছে। তবে তাৎক্ষণেকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল সার্জন কার্যালয় পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া পানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত হাসপাতালটির কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

(ওএস/এটি/মে ১০, ২০১৪)