দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে  খনির শ্রমিকেরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে।
 সাদামাটির লুটপাট বন্ধ ও পরিবেশ রক্ষায় খনিতে শৃংখলা ফিরিয়ে আনতে সরকার মাটি উত্তোলনে রয়েলটি বাড়ানোসহ চেকপোষ্ট বসানোর উদ্যেগ নেয়।গঠিত হয় তত্বাবধান কমিটি।
 জটিলতা বাড়ার অভিযোগসহ রয়েলটি বাড়ানোয় মাটি উত্তোলনের ৭টি কোম্পানী মাটি উত্তোলন বন্ধ করে দেয়ার ঘোষনা দেয়। এতে করে  খনিতে কাজ বন্ধ হওয়ার আশংকায় খনি এলাকার শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।

রবিবার দুপুরে বিজয়পুরের খনি এলাকা থেকে শ্রমিকদের বিক্ষাভ মিছিলটি বের হয়ে দুর্গাপুর উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে মিছিলকারীরা উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী মানবন্ধন করে।মানববন্ধন শেষে স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাসের কাছে রয়েলটি কমানোসহ মাটি উত্তোলন অব্যাহত রাখতে স্মারকলিপি দেয়।
মানবন্ধন চলার সময় বক্তব্য রাখেন, দুর্গাপুর উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক স্বপন হাজং, শ্রমিক নেতা হাবিবুর রহমান,শীতল চন্দ্র সরকার, আব্দুর রহিম বাচ্চুসহ অন্যরা।
স্মারকলিপি গ্রহণ করে সাংসদ ছবি বিশ্বাস বলেন, মালিক, শ্রমিক ও সরকারি পক্ষের সাথে আলোচনা করে দ্রুত যথাযথ পদক্ষেপ নেয়া হবে।

(এনএস/পিবি/ফেব্রুয়ারি ২২,২০১৫)