সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভূ আখড়ায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা মন্দিরের প্রণামীর জন্য রক্ষিত লোহার সিন্দুক (দান বাক্স) ভেঙ্গে প্রায় ২০ হাজার টাকা নিয়ে গেছে। এ ঘটনায় মন্দির কমিটির পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।

মন্দির কমিটির নেতৃবৃন্দ জানান, মন্দিরের কেয়ার টেকার হরি দে শনিবার সকালে উঠে সিন্দুক ভাঙ্গা দেখতে পেয়ে মন্দির কমিটির নেতৃবৃন্দকে জানান। পরে মন্দির কমিটির নেতৃবৃন্দ এ বিষয়ে থানায় মামলা করে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদেও কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য এ্যাড. বিমল কুমার দাস, জেলা কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ কানু, সাংগঠনিক সম্পাদক সুকান্ত সেন, যুগ্ম সম্পাদক অলোক দত্ত, সঞ্জয় সাহা, সদর থানার উপ পরিদর্শক দয়াল ব্যানার্জীসহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
(এসএস/এএস/মে ১০, ২০১৪)