নওগাঁ প্রতিনিধি : উজানে জয়পুরহাট সুগার মিলের বিষাক্ত গাদ (বর্জ্য) ছোট যমুনা নদীতে ছেড়ে দেয়ায় নওগাঁ অঞ্চলে নদীর পানি দূষনসহ লাখ লাখ টাকার ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ নিধন হয়েছে। ফলে দীর্ঘ এই নদীর দু’তীরের বিস্তীর্ণ এলাকায় পরিবেশ মারাত্মকভাবে বিপন্ন হয়ে পড়েছে।

জানা গেছে, শুক্রবার রাতে জয়পুরহাট চিনিকলের বিষাক্ত গাদ ছোট যমুনা নদীর নওগাঁ সীমান্তে ছেড়ে দেয়া হয়। এর প্রভাবে শনিবার বিকেল থেকেই নওগাঁ এলাকায় নদীর পানি ঘোলা ও কালো বর্ণের হয়ে মাছ মরে ভেসে উঠতে থাকে। রবিবার সকালে নওগাঁ শহরের লিটন সেতুর দু’পাশে হাজার হাজার মানুষ মাছ ধরতে নদীতে নেমে পরে। এ সুযোগ মৎস্যজীবিরাও গ্রহণ করে। কেউ কেউ নৌকা নিয়ে নদীতে মাচ ধরতে নামে। তবে নদীর পানি থেকে দুর্গন্ধ বেরিয়ে নদী তীরবর্তী এলাকায় মারাত্মকভাবে পরিবেশ দূষন করছে। নদীর পানি ব্যবহারেরও অযোগ্য হয়ে পড়েছে।

এদিকে প্রতি বছর নদীতে জয়পুরহাট চিনিকলের বিষাক্ত বর্জ্য ফেলার প্রতিবাদে গতবছর নওগাঁয় সাধারণ মানুষ মানববন্ধন, স্মারকলিপিসহ বিভিন্ন কর্মসূচী পালন করে। এমনকি জয়পুরহাট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও প্রদান করে নওগাঁ পরিবেশ রক্ষা কমিটি। সে সময় সেখানকার জেলা প্রশাসকের পক্ষে বলা হয়েছিল, আর এভাবে নদীতে বিষাক্ত বর্জ্য ফেলা হবেনা। কিন্তু বছর ঘুরে আসতেই সেই আগের ভূমিকা রাখলো জযপুরহাট সুগার মিল কর্তৃপক্ষ। এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটায় নওগাঁ অঞ্চলের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ২২, ২০১৫)