নিউজ ডেস্ক : মোবাইল ব্যবহার করে ভাইরাসের কবলে পড়েননি এমন ব্যাক্তি খুব কমই আছে। ভাইরাসের কবলে পড়লেই তা থেকে মুক্তির পদ্ধতিও সকলের জানা রয়েছে।

কিন্তু অতি সম্প্রতি এমন এক ভাইরাসের কথা জানা গেছে, যা আপনার মোবাইল বন্ধ করার পরও আপনার মোবাইলের ক্ষতি করতে সক্ষম। নিরাপত্তা বিষয়ক গবেষণা সংস্থা এভিজি এক রিপোর্টে একথা জানিয়েছে।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এই ভাইরাসটি ফোন বন্ধ হওয়ার পরও আপনার মোবাইলের ক্ষতি করতে সক্ষম। এটি মোবাইল বন্ধ থাকা অবস্থায় আপনার মোবাইলের ক্যামেরা, ছবি এমনকি সফটওয়্যারকেও ক্ষতি করতে পারে বলে এভিজি’র পক্ষ থেকে জানানো হয়েছে। তাই আপনার মোবাইলকে এই ভাইরাসের কবল থেকে রক্ষা করতে আপনি অ্যান্টি ভাইরাস ব্যবহার করুন।

(ওএস/অ/ফেব্রুয়ারি ২২, ২০১৫)