নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে শহীদ শামছুজ্জোহা’র ২২তম শাহাদৎ বার্ষিকীর শোক র‌্যালী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাদযোহর পৌর শহরের কলেজ জামে মসজিদ ও পুরাতন বাজার জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

সোমবার বেলা ১১টায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি শোক র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। এরপর সাব-রেজিষ্ট্রার অফিসের সামনে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহেদুর রহমান, সাধারন সম্পাদক আনিছুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা: শফিউল আলম বুলু, জেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল আশরাফ জিন্নাহ, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন বকুল, আওয়ামীলীগ নেতা আফতাব আলী, ফারুক কামাল, কৃষকলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর জাতীয় শ্রমিকলীগের সভাপতি সারোয়ার হোসেন মিলন, সাধারণ সম্পাদক এনামুল হক, ছাত্রলীগ নেতা মাহফুজার রহমান, অপু, বাবু প্রমূখ। স্বরণ সভাটি পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সুবজ। বক্তারা অবিলম্বে শামছুজ্জোহা’র হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
(এনআই/পিবি/ফেব্রুয়ারি ২৩,২০১৫)