ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের পীর পুকুর ও নুনগোলা মসজিদের কিছু দূরেই পাঠাগার মসজিদের অবস্থান। মসজিদটি ঢিবি আকারে থাকা কালীন সময়ে এলাকাবাসীর কাছে ঢিবিটি পাঠাগার ঢিবি নামে পরিচিতি পায়।

কিন্তুু এর নামকরনের সঠিক ইতিহাস আজও অজানা। এখানে এক সময় লেখাপড়া,হাদিস-কোরআন সহ সব ধরনের তালিম দেয়া হত। পাঠাগার মসজিদে হরেক রকম বই পত্র পাওয়া যেত পড়ার জন্য। মসজিদটি অন্যান্য মসজিদের তুলনায় বেশ ছোট। ৪ কোনায় ৮ কোন বিশিষ্ট টাওয়ার রয়েছে। টাওয়ারের তলদেশে আছে দিগন্ত রেখাকৃতির বাঁধন। এর পূর্ব, উত্তর ও দক্ষিণ দিকে একটি করে তিনটি প্রবেশপথ রয়েছে। জ্যামিতিক নকশাবহনকারী সমকোনী ফ্রেমদ্বারা সবকটি প্রবেশ পথের প্রান্ত সীমা বাঁধানো। মেহরাব অংশটি পশ্চিম পাশে প্রকল্পিত। কেবলা দেয়ালে একটি অর্ধাবৃত্তাকৃতির মেহরাব আছে। মেহরাবের ভিতর দিকে পোড়ামাটির নকশা রয়েছে। খননের পর ১.৭০ মিটার উচ্চতা পর্যন্ত দেওয়াল মেরামত করা হয়।
(জেআর/পিবি/ফেব্রুয়ারি ২৩,২০১৫)