গোপালগঞ্জ প্রতিনিধি : ক্যারী অন সিষ্টেম বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে গোপালগঞ্জ শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীরা।

আজ শনিবার গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় ক্যারী অন সিষ্টেম বহাল রাখার দাবিতে বিভিন্ন ধরনের লেখা প্ল্যাকার্ড প্রদর্শণ করে শিক্ষার্থীরা। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী সাইফুল্লাহ ইবনে আমিন ও সংযুক্তা মজুমদার সেতু।
এসময় শিক্ষাথীরা বলেন, ক্যারী অন সিষ্টেম বাতিল করলে নতুন শিক্ষার্থীদের পড়ালেখায় পিছিয়ে যেতে হবে। ক্যারী অন সিষ্টেম বাতিল করলে কঠোর কর্মসূচী দেওয়ার ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারী দেয় শিক্ষার্থীরা।
(এমএইচএম/এএস/মে ১০, ২০১৪)