বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন বলেছেন, অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় যাওয়ার অপচেষ্টায় নিরীহ মানুষ পুড়িয়ে মারছে বিএনপি জামায়াত। তাদের অযৌক্তিক হরতাল অবরোধে জনগণের সমর্থন না পেয়ে তারা সাধারণ মানুষদের হত্যার পথ বেছে নিয়েছে।

তিনি বলেন, পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষসহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করার চক্রান্ত চলছে। এদের অপকর্মের বিরুদ্ধে ছাত্র-জনতার প্রতিরোধ গড়তে হবে। সারাদেশে বিএনপি জামায়াত জোটের হরতাল-অবরোধের নামে নৈরাজ্য, জয়পুরহাটে আওয়ামী লীগের এমপি স্বপনের জনসভায় পেট্রোল বোমা হামলা এবং ১৫ লক্ষ পরীক্ষার্থীদের শিক্ষা জীবন নষ্ট করার চক্রান্তের প্রতিবাদে দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

সোমবার দুপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরে বিশাল মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজি জুয়েল এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে আরো বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, আসাদুর রহমান দুলু, এ্যাড. জাকির হোসেন নবাব, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, মাফুজুল ইসলাম রাজ, শাহাদৎ হোসেন শাহীন, শেখ শামীম, সুলতান মাহমুদ খান রনি, আব্দুস সালাম, ডালিয়া নাসরিন রিক্তা, মঞ্জুরুল হক মঞ্জু, এ্যাড. আব্দুল মোত্তালিব, সাজেদুর রহমান সাহিন, জুলফিকার রহমান শান্ত, তারাজুল ইসলাম, মাহমুদুন্নবী রাসেল, মশিউর রহমান মন্টি, বিশ্বজিত কুমার সাহা, স্বপন মিয়া, আতাউর রহমান আতা, রুবেল হোসেন, সাজ্জাদ আলম পারভেজ, শামীম হোসেন প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাশরাফি হিরো। সমাবেশ থেকে জয়পুরহাটের জনসভায় হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।

(এএসবি/এটিআর/ফেব্রুয়ারি ২৩, ২০১৫)