নোয়াখালী প্রতিনিধি : জেলা পর্যায়ে ছোট পরিবার ধারনার উন্মেষ, পুষ্টি, এএনসি, নিরাপদ মাতৃত্ব, পিএনসি ও নবজাতকের যত্ম বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের নিয়ে অবহিতকরন কর্মশালা শনিবার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় পরিবার পরিকল্পনার অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আব্দুল্ল্যাহ ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শামছুল করিম ও নোয়াখালী প্রেসক্লাব এর সভাপতি আলমগীর ইউছুফসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সভায় বক্তারা ছোট পরিবার, নিরাপদ মাতৃত্ব ও নবজাতক শিশুর যত্মের বিষয়ে আলোচনা করেন।
জেলা পরিবার পরিকল্পনা ও আইইএম ইউনিট এ কর্মশালার আয়োজন করে।
(জেএইচবি/এএস/মে ১০, ২০১৪)