বরিশাল প্রতিনিধি : ঝড়েপরা শিশুদের স্কুলগামী করার লক্ষ্যে জেলার গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের অর্ধশতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে গতকাল সকালে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

ব্র্যাকের পল্লী সমাজের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে পল্লী সমাজের আশোকাঠী গ্রামের সভাপতি বকুল বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর জেলা ম্যানেজার কালাচাঁদ দাস। বিশেষ অতিথি ছিলেন আশিষ মৃধা। বক্তব্য রাখেন শিক্ষিকা লিপি বেগম, ফাতেমা বেগম, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর উপজেলা প্রতিনিধি সঞ্জিত হালদার প্রমুখ। শেষে প্রায় অর্ধশত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
(টিবি/পিবি/ফেব্রুয়ারি ২৪,২০১৫)