বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী হিসেব  তৃণমুলের গোপন ভোটে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেরা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক বদরুল হোসেন নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭১ ভোট। অপর দুই প্রার্থী সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যান এম.এ মুমিত আশুকের স্ত্রী গুলশান আরা চৌধুরী ৬৭ ভোট ও মাসুক আহমদ পেয়েছেন ০২ ভোট।

সোমবার রাত সাড়ে দশটায় মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ গোপন ব্যালেটে নিাচনের পর এ ফলাফল ঘোষনা করেন। এসময় জেলা ও উপজেলা আওয়মীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্যে, বিগত বছরের ২২নভেম্বর আওয়ামীলীগ সমর্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ মুমিত আসুকের মৃত্যুর পর গত মঙ্গলবার(১৭ফেব্রুয়ারি) জুড়ী উপজেলা চেয়ারম্যানের পদের উপ-নির্বাচন তফসিল ঘোষনা করা হয়।
তফসিল অনুযায়ী, আগামী ১ মার্চের মধ্যে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন, ২ মার্চ মনোনয়ন পত্র বাছাইয়ের দিন, ১০মার্চ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৯ মার্চ ভোট গ্রহনের তারিখ ঘোষনা করা হয়েছে। চেয়ারম্যানের পদের জন্য প্রতিদ্বন্দী প্রার্থীরা রিটার্নিং অফিসার (অতিরিক্ত জেলা প্রশাসক) অথবা সহকারী রির্টানিং অফিসারের (উপজেলা নির্বাহী কর্মকর্তার ) কাছে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
(এলএস/পিবি/ফেব্রুয়ারি ২৪,২০১৫)