বগুড়া প্রতিনিধি : বগুড়া প্রেসক্লাবের সদস্য ও দৈনিক করতোয়ার সিনিয়র রিপোর্টার নজরুল ইসলাম (৬৫) সোমবার দিবাগত রাত ১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না.. রাজেউন)। সোমবার রাতে তার কর্মস্থল দৈনিক করতোয়া অফিস থেকে শহরের সবুজবাগে বাসায় যাওয়ার পর তিনি হৃদরোগে আক্রান্ত হন। এসময় তাকে শজিমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত ১ টায় ইন্তেকাল করেন। মঙ্গলবার বাদ যোহর ধুনট উপজেলার বড়বিলা গ্রামে জানাযা নামায শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। তিনি স্ত্রী, ২ সন্তান, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক নজরুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বগুড়া সদর আসনের এমপি ও বিরোধি দলীয় হুইপ নুরুল ইসলাম ওমর, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, দৈনিক মুক্ত বার্তা সম্পাদক ওয়াসিকুর রহমান বেচান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বিএফইউজের সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, দৈনিক উত্তরের খবর সম্পাদক আব্দুস সালাম বাবু, বাংলাদেশ প্রতিদিনের বগুড়ার স্টাফ রিপোর্টার আব্দুর রহমান টুলু, কবি সাংবাদিক এইচ আলিম, সাংবাদিক সাজেদুর রহমান সিজু।
(এএসবি/পিবি/ফেব্রুয়ারি ২৪,২০১৫)