মাগুরা প্রতিনিধি:মাগুরা সদর উপজেলার ছোট খালিমপুর গ্রামে গতরাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দাউদ আলী ওরফে টাইগার দাউদ (৪২) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে। নিহত দাউদ মাগুরা সদর উপজেলার নন্দীপাড়া গ্রামের বাবর আলীর ছেলে। তার বিরুদ্ধে মাগুরাসহ বিভিন্ন থানায় ছয়টি খুনসহ ‌আটটি মামলা রয়েছে।

মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, রাত দেড়টার দিকে তাকে সদর উপজেলার বরইচারা গ্রাম থেকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে ছোট খালিমপুর এলাকায় আগে থেকে ওত পেতে থাকা তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে দাউদ নিহত হন। ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল, একটি শুটার গান, একটি এয়ার রাইফেল এবং ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় পুলিশের চার সদস্য সামান্য আহত হন বলে দাবি করেন তিনি। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

(ওএস/এসসি/ফেব্রুয়ারি২৫,২০১৫)