বাগেরহাট প্রতিনিধি  : পাচাঁরের অপেক্ষায় থাকা প্রায় ৩ লাখ টাকার অবৈধ সুন্দরী কাঠ আটক করেছে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষিরা। মঙ্গলবার সকালে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মোঃ কামাল আহম্মেদের নেতৃত্বে একদল বনরক্ষীরা একই রেঞ্জের তেরাবেকা ক্যাম্পের মেম্বারের খাল এলাকায় অভিযান চালিয়ে ওই কাঠ আটক করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি।

আটক হওয়া কাঠ পরে বগী ষ্টেশনে হস্তান্তর করা হয়।
কাঠ উদ্বারের বিষয়টি রেঞ্জ কর্মকর্তা স্বীকার করে বলেন,সুন্দরবন থেকে এই কাঠ পাচাঁরের সাথে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
(একে/পিবি/ফেব্রুয়ারি ২৫,২০১৫)