মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার খালিমপুর গ্রাম থেকে গতরাতে অস্ত্র উদ্ধারের সময় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চরমপন্থী সন্ত্রাসী দাউদ হোসেন (৪০) ওরফে টাইগার দাউদ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি সদর উপজেলার গৌরিচরণপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে। এ সময় সেখান থেকে ৩টি বিদেশী অস্ত্র ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মাগুরার সহকারি পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান মঙ্গলবার রাত ১২টার দিকে সদর উপজেলার বরইচারা গ্রাম থেকে জেলা ডিবি পুলিশের ৪ নম্বর তালিকাভূক্ত চরমপন্থী সন্ত্রাসী টাইগার দাউদকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কথিতমতে অস্ত্র উদ্ধারের জন্য পার্শ্ববর্তী খালিমপুর এলাকায় গেলে দাউদের সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার জন্যে পুলিশের উপর গুলি চালায়। পুলিশও আত্ম রক্ষার্থে তিন রাউন্ড চায়না রাইফেল ও ৭ রাউন্ড সর্ট গানের গুলি ছোড়ে। উভয় পক্ষের বন্দুক যুদ্ধে পড়ে টাইগার দাউদ গুলিবিদ্ধ হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১টি করে থ্রি নট থ্রি কাটা রাইফেল, ওয়ান সুটার গান ও এয়ার রাইফেল এবং ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তাকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ মাগুরা সদর থানায় রাখা হয়েছে। পরে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

টাইগার দাউদের নামে ৬টি হত্যা ও অস্ত্র মামলাসহ কমপক্ষে ১০টি মামলা রয়েছে।

মাগুরা সদর হাসপাতালের ইমারজেন্সী মেডিকেল অফিসার ডা.রাকিবুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
(ডিসি/পিবি/ফেব্রুয়ারি ২৫,২০১৫)