মানিকগঞ্জ প্রতিনিধি : জেলার পাটুরিয়ায় পদ্মা নদীতে লঞ্চডুবির ঘটনায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বান্না এলাকা থেকে আরও ৬টি ভাসমান লাশের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ২টি শিশু এবং ৪ জন পুরুষের লাশ রয়েছে। নদী থেকে লাশগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়রা ৫টি লাশ ভেসে উঠতে দেখে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়।

জানা যায়, একই উপজেলার পদ্মাতীরবর্তী আন্ধারমানিক এলাকায় বেলা ১১টার দিকে ৬ শিশুর লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। সংবাদ পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে। এর মধ্যে ২ জন শিশু ও ৪ জন পুরুষের লাশ রয়েছে।

মানিকগঞ্জ নৌ পুলিশের অফিসার ইনচার্জ গোলাম মোর্শেদ খায়রুল্লাহ জানান, বুধবার ৬টি লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। লাশগুলো উদ্ধার করে পাটুরিয়া ঘাট কন্ট্রোল রুমে পাঠানো হচ্ছে বলে জানান তিনি। এ নিয়ে লঞ্চডুবির ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে।

রবিবার দুপুরে পাটুরিয়া-দৌলতদিয়ার মাঝামাঝি পদ্মা নদীতে এমভি মোস্তফা নামের লঞ্চটি সারবোঝাই একটি কর্গোর ধাক্কায় ডুবে যায়।

পরদিন সোমবার বেলা ১১টা পর্যন্ত ৬৯ জন যাত্রীর লাশ উদ্ধার শেষে প্রশাসন উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করে।

(ওএস/এটিআর/ফেব্রুয়ারি ২৫, ২০১৫)