বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের সুন্দরবনের শরনখোলা রেঞ্জর কাতলার খাল এলাকায় কথিত বন্দুক যুদ্ধে তিন বনদস্যু নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাড়ে ৭ টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত বনদস্যু সাগর –সৈকত বাহিনীর সাথে র‌্যাব-৮ এর এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। পরে বনদস্যুরা পিছু হটে গেলে ঘটনাস্থল বনের মধ্যে তল্লাশী চালিয়ে ৩ বনদস্যুর লাশ, ১২ টি আগ্নেয়াস্ত্র ও ৫২ রাউন্ড গুলি উদ্ধার হয়। নিহত বনদস্যুর মধ্যে সাদ্দাম (২৭) ও সোহেল (২৬) এর পরিচয় পাওয়া গেলেও অপর বনদস্যুর পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাব-৮ এর কর্মকর্তা ক্যাপ্টেন হাসিবুল হক জানান, সুন্দরবন পূর্ব বনবিভাগের শরনখোলা রেঞ্জের কাতলার খাল এলাকায় নিয়মিত টহল চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি ছোড়ে । র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে ঘন্টব্যাপি এই বন্দুক যুদ্ধ চলাকালে প্রায় ১শ’রাউন্ড গুলি বিনিময় হয়। একপর্যায়ে বনদস্যুরা রণে ভঙ্গ দিয়ে গভীর অরন্যে পালিয়ে যায়। র‌্যাব ঘটনাস্থল তল্লাশী চালিয়ে বনদস্যুদের তিনটি মৃত দেহ, ১২টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও ৫২ রাউন্ড গুলি উদ্ধার করে। জেলে ও বনজীবিরা বনদস্যু তিন জনের মধ্যে সাগর সৈকত বাহিনীর সাদ্দাম ও সৈকত বলে দুই জনের লাশ সনাক্ত করেছে। অন্যজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে র‌্যাব গোলা এলাকায় তল্লাশী চালিয়ে বনদস্যু সাগর সৈকত বাহিনীর আস্তানা গুড়িয়ে দেয়। নিহতদের লাশ শরনখোলা থানায় হস্তান্তরের কথা রয়েছে।
(একে/পিবি/ফেব্রুয়ারি ২৬,২০১৫)