বরিশাল প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে বুধবার রাতে পর্দা নেমেছে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের সর্ববৃহত একুশে বইমেলার। মেলার সমাপনী দিনে “সমৃদ্ধ মাহিলাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয়, আমরা এগিয়ে চলার পথে” নামের নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বইটিতে জেলার দু’বারের শ্রেষ্ঠ মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ২০১১ সালে নির্বাচিত হওয়ার পর থেকে চলতি ২০১৫ সাল পর্যন্ত ইউনিয়ন পরিষদকে নিয়ে তার পরিকল্পনার বাস্তবায়নের সচিত্র প্রতিবেদন তুলে ধরেন। এতে ডিজিটাল পদ্ধতিতে পুরো ইউনিয়নকে সাজানোর প্রকৃত চিত্র বইতে ফুটে ওঠে। গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ ও মাহিলাড়া ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে তৃতীয় বছরের ন্যায় গত ২১ ফেব্রুয়ারি একুশে বইমেলার উদ্বোধণ করা হয়। মেলায় ৪০টি বইয়ের স্টলের পাশাপাশি মেলাস্থলের উত্তর পার্শ্বের মেহেগিনিতলার ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা, দেশবরেণ্য ব্যক্তি, যুদ্ধে বিদেশী বন্ধু, চলমান অবরোধ ও হরতালে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদসহ বিভিন্ন মণীষীদের সংক্ষিপ্ত জীবনী দিয়ে প্রদর্শন করা ফটো গ্যালারি দর্শকদের মুগ্ধ করে।
বইমেলা উপলক্ষ্যে প্রতিদিন অনুষ্ঠিত সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানে সংসদ সদস্য, শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, রাজনীতিবিদ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, সাংবাদিক, কলামিষ্ট, মুক্তিযোদ্ধা ও দেশবরেণ্য কবি-সাহিত্যিকেরা অংশগ্রহণ করেন।
(টিবি/পিবি/ফেব্রুয়ারি ২৬,২০১৫)