শেরপুর প্রতিনিধি : বরেণ্য সাংবাদিক, প্রয়াত সংবাদ সম্পাদক বজলুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরপুরে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব নালিতাবাড়ী অডিটোরিয়ামে আয়োজিত স্মরণসভায় বক্তারা সাংবাদিক বজলুর রহমানের কর্মময় বর্ণাঢ্য জীবনের নানা দিক  তুলে ধরে বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে আদর্শ তিনি রেখে গেছেন, সে আদর্শ সব জায়গায় ছড়িয়ে দিতে পারলে দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে।

সাংবাদিক এম এ হাকাম হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নির্বাচন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান জিয়াউর হক মাষ্টার, কো-চেয়ারম্যান আব্দুস সবুর, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, আসমত আরা, পৌর মেয়র আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে শিক্ষক যোগেন রায়, মুক্তিযোদ্ধা ফজলুল হক, ব্যবসায়ী অসীম দত্ত হাবুল, সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, গোপাল চন্দ্র সরকার, লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া, মঞ্জুরুল আহসান, আব্দুল মান্নান সোহেল প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, শেরপুর নকলা উপজেলার বানেশ্বর্দী গ্রামের বাসিন্দা প্রয়াত সংবাদ সম্পাদক বজলুর রহমান ১৯৪১ সালের ৩ আগস্ট ফুলপুর উপজেলার নিয়ামতপুর গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৫৬ সালে নকলার গণপদ্দি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন, ১৯৫৮ সালে উচ্চ মাধ্যমিক, ১৯৬১ সালে বরিশাল ব্রজমোহন কলেজ থেকে বিএ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতোকত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৮ সনের ২৬ ফেব্রুয়ারি আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালে মৃত্যুবরণ করেন। বজলুর রহমান শেরপুর-২ আসনের সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর স্বামী।

(এইচবি/এএস/ফেব্রুয়ারি ২৬, ২০১৫)