নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে জুয়া খেলার অপরাধে ৭ জুয়াড়িকে জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার উপজেলার ভোঁপাড়া গ্রামে বেশ কয়েকজন জুয়াড়ি জুয়া খেলছিল।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার পুলিশ অভিযান চালিয়ে ভোঁপাড়া গ্রামের মৃত আতা সরদারের পুত্র কালু মিয়া (৩২), শুকুর আলীর পুত্র মোয়াজ্জেম সরদার ও হাসান আলী সরদার (২৫), মৃত আলীমুদ্দীনের পুত্র ময়েন আলী (৩২), মৃত নাছির উদ্দীনের পুত্র রইচ উদ্দীন টিক্কা (২৮), জুয়েল শেখের পুত্র আজাদুল শেখ (২৮) এবং নওগাঁর রাণীনগর উপজেলার শফিকপুর গ্রামের সিরাজ উদ্দীনের পুত্র সোহেল রানাকে (২৯) আটক করেন। আটককৃতদের তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আদালতের বিচারক ও উপজেরা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবি প্রত্যেককে ৩দিন করে কারাদণ্ডাদেশ প্রদান করেন।

(বিএম/পি/ফেব্রুয়ারি ২৬, ২০১৫)