নড়াইল প্রতিনিধি : নড়াইলে বিভিন্ন কর্মসূচি মধ্যদিয়ে পালিত হয়েছে স্বাধীনতা যুদ্ধের বীর সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়ক নূর মোহাম্মদ শেখের ৭৯তম জন্মবার্ষিকী।

বৃহস্পতিবার বেলা ১১ টায় বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের উদ্যোগে নূর মোহাম্মদ নগরে স্থাপিত স্মৃতিসৌধে নড়াইল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট, নূর মোহাম্মদ মহাবিদ্যালয় সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ সময় পুলিশ প্রশাসন এই বীরের প্রতি গার্ড অব অনার প্রদান করেন। এর আগে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি গ্রন্থাগার ও যাদুঘরের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়।
পরে পাঠাগার মিলনায়তনে আলোচনা সভায় জেলা প্রশাসক আব্দুল গাফফার খানের সভাপতিত্বে নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সহধর্মীনি ফজিলাতুন্নেছা, বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের সদস্য সচিব আজিজুর রহমান ভুইয়া সহ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। পরে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

(টিএআর/এটিআর/ফেব্রুয়ারি ২৬, ২০১৫)