স্টাফ রিপোর্টার : বাংলাদেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সাথে একটি কর্পোরেট চুক্তি সাক্ষর করেছে।

বৃহস্পতিবার ঢামেকের সম্মানিত প্রিন্সিপ্যালের সম্মেলন কক্ষে এই চুক্তিটি সাক্ষরিত হয়।

এই চুক্তির আওতায় এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ঢাকা মেডিকেল কলেজের সকল একাডেমিক এবং প্রশাসনিক সদস্যদের বিশেষায়িত ভয়েস এবং ডাটা সেবা প্রদান করবে।

চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন, এয়ারটেল বাংলাদেশের এমডি এবং সিইও পিডি শর্মা, চীফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার আশরাফুল হক চৌধুরী, হেড-এন্টারপ্রাইজ সলিউশন জাফরী শামীম, এসএমই সেলস ম্যানেজার সৌরভ কবীর, কী একাউন্ট ম্যানেজার ফয়সাল মাহমুদ এবং ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল ড. মো. ইসমাইল খান, মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. এইচ এ এম নাজমুল আহসান প্রমুখ।

(ওএস/এটিআর/ফেব্রুয়ারি ২৬, ২০১৫)