সুনামগঞ্জ প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সন্ত্রাসের রানী উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, খালেদা জিয়ার নির্দেশে পেট্রলবোমা মেরে সাধারণ মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। তার নেতৃত্বে সন্ত্রাসের রাজ্যত্ব কায়েম করার চেষ্টা চলছে। তিনি এ দেশের সন্ত্রাসের রানী। এই মহিলার সঙ্গে কিসের আলোচনা। সন্ত্রাসী-বোমাবাজদের সঙ্গে কোন সংলাপ হবে না।

তিনি বলেন, খালেদা জিয়ার নির্বুদ্ধিতার জন্যই বিএনপি’ ১৪ সালের জাতীয় নির্বাচনে অংশ নেয়নি। এখন তার খেসারত দিতে হচ্ছে। খালেদা জিয়া হরতাল-অবরোধের ডাক দেয় কিন্তু কেউ তা পালন করে না।

বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

অর্থমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ গরীব মানুষের দল। এই দল ক্ষমতায় আসলে দেমের গরীব মানুষ উপকৃত হয়। রাস্তাঘাট, কলকারখানা, ব্রীজ নির্মাণ হয়। দেশ এগিয়ে যায় উন্নতির দিকে। কিন্তু বিএনপি বর্তমানে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। দেশের বুকে কুড়াল মারবেন না। জনগনকে নিয়ে বিএনপির এই অপরাজনীতি রুখে দাঁড়াবে আওয়ামী লীগ।

পৌরসভার উদ্যোগে আয়োজিত ওই গণ সংবর্ধনা বিকেল ৪টার শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় শুরু হয়। জেলার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে উপস্থিত হন। সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুলের সভাপতিত্বে গণ সংবর্ধনায় বক্তব্য রাখেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, সুনামগঞ্জ-৫ আসনের এমপি মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ও মৌলভিবাজার আসনের সংরক্ষিত মহিলা এমপি এডভোকেট শাহানা রব্বানী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আপ্তাব উদ্দিন, এডভোকেট রইছ উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ আলী (বীর প্রতিক), ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী প্রমুখ।

গণ সংবর্ধনা অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, দেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগ স্কুল তৈরি করে। আর বিএনপি সেই স্কুলে আগুন দেয়। আমরা দেশের পরিবেশ স্বাভাবিক রাখার জন্য বাস চালাই। আর বিএনপি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এই সরকার বোমাবাজদের সাথে কোনো আপোষ করবে না। এই সন্ত্রাসী বোমাবাজদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।

সমাবেশে সুনামগঞ্জের সংসদ সদস্যরা তাদের বক্তব্যে ঐক্যবদ্ধভাবে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ করার আহবান জানান। জেলার উন্নয়নের জন্য বিভিন্ন দাবি-ধাওয়া তুলে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্যরা।

(ওএস/এটিআর/ফেব্রুয়ারি ২৬, ২০১৫)