স্টাফ রিপোর্টার : ব্যবসায়ী ফরহাদ ইসলামকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওই চার শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার দুপুরে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী জানান, চার ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বহিষ্কৃতরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-ক্রীড়া সম্পাদক সৃজন ঘোষ সজীব, মুহসীন হল কমিটির ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মামুন, জগন্নাথ হল কমিটির সহ-সভাপতি অনুপম চন্দ্র ও ছাত্রলীগ কর্মী হিমেল।

ছাত্রলীগের দফতর সম্পাদক শেখ রাসেল বলেন, সংগঠন বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় তাদের সংগঠন থেকে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

এর আগে ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার ছাত্রলীগের ৫ নেতাসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া অপহৃত ফরহাদ ইসলামকে (২৫) জগন্নাথ হল থেকে উদ্ধার করে পুলিশ।

(ওএস/এটি/মে ১০, ২০১৪)