স্পোর্টস ডেস্ক : গত ১৯ তারিকে নিয়ম ভেঙ্গে বন্ধুদের নিয়ে ক্রাইস্টচার্চের ক্যাসিনোতে যাওয়ার অপরাধে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক মঈন খানকে দেশে ফেরত পাঠিয়েছে দলের নীতিনির্ধারকরা।

বৃহস্পতিবার তার ফিরতি ফ্লাইট করাচিতে পৌঁছালে বিমানবন্দরের বাইরে অবস্থান করা পাকিস্তানের তরুণ সমর্থকরা তার দিকে ডিম ছুঁড়ে মারে। পরে যথাযথ নিরাপত্তা দিয়ে তাকে বিমানবন্দর থেকে বাসায় পৌঁছে দেয়া হয়।

অপ্রীতিকর ঘটনা এড়াতে বাসার সামনেও রাখা হয়েছে পুলিশ। আন্দোলনকারীদের মূল অভিযোগ মঈন ক্যাসিনোতে গিয়ে পাকিস্তানের সম্মান নষ্ট করেছেন। তাদের কেউ কেউ বলছেন, ক্যাসিনোতে যাওয়া ইসলামে হারাম।

তারিক ধারেজো নামে এক পুলিশ কর্মকর্তা বলেন, 'কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাই আমরা মঈনের বাড়িতেও নিরাপত্তা দিয়েছি।'

(ওএস/এটিআর/ফেব্রুয়ারি ২৭, ২০১৫)