বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পৌরসভার সীমান্তবর্তী গ্রাম সাদিপুর থেকে ৯৫ লাখ টাকার বিভিন্ন ইমিটেশন পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার বেলা ১১টার দিকে এ চালানটি আটক করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

আটক মালামাল বেনাপোল কাস্টমস আটক শাখায় জমা দেওয়া হবে তিনি জানান।

(ওএস/এটিআর/ফেব্রুয়ারি ২৭, ২০১৫)