কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ফারাকপুর গ্রামের পানচাষীরা চরম আতংকের মধ্যে দিন কাটাচ্ছে। আগুন লাগার আশংকায় প্রতিনিয়ত তাদের পানবরজ পাহারা দিতে বাধ্য হচ্ছেন।

ফারাকপুর গ্রামের পানচাষীরা জানান, ঐ গ্রামের মৃত গোলাম রহমানের স্বামী পরিত্যাক্ত কন্যা টুনুয়ারা খাতুন (৪২) কোন কারণ ছাড়াই এলাকার পান বরজে আগুন লাগিয়ে দিচ্ছে।
এ ব্যাপারে এলাকাবাসী শত চেষ্টা করেও কোন ব্যবস্থা নিতে পারেনি। উল্টো অভিযোগকারী পান চাষীকে বিভিন্নভাবে হয়রানী করা হচ্ছে।

ইতিমধ্যে ফারাকপুর গ্রামের পানচাষী আব্দুস সালাম, শহিদুল ইসলাম, হামিদুল ইসলাম, হামেজদ্দিন, শাহাজুল ইসলামসহ ১০/১২ জন পানচাষীর পান বরজে আগুন দেবার ঘটনা ঘটেছে।

ফলে পানচাষীরা বাধ্য হয়ে দিনরাত পানবরজ পাহারা দিচ্ছে।

এ ব্যাপারে কয়েকজন পানচাষী দৌলতপুর থানায় সাধারণ ডায়রী করেছেন। দৌলতপুর থানার ওসি এনামূল হক জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

(ওএস/এটি/১০, ২০১৪)