বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের  সামনে বরগুনা জেলা পরিষদ কর্তৃক দু’টি দ্বিতল বানিজ্যিক ভবন নির্মাণ চেষ্টার প্রতিবাদে আমতলী-কলাপাড়া সড়কে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচী পালন করে এলাকাবাসী।

স্থানীয় বাসিন্ধা সহকারী অধ্যাপক আবুল হোসেন বিশ্বাস জানান, আমতলী হাসপতালের প্রধান গেটের দুই পাশে জেলা পরিষদের ৩০ শতাংশ জমিতে সম্প্রতি জেলা পরিষদ দুই কোটি টাকা ব্যায়ে দু’টি দ্বিতল বানিজ্যিক ভবন নির্মাণ কাজ শুরু করেছে। এতে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এবং হাসপাতাল টিতে ভূতুড়ে অবস্থা সৃষ্টি হবে এবং এলাকার ২০ টি পরিবার পানিবদ্ধ হয়ে পড়বে। বৃষ্টির পানিসহ যে কোনো পানি চলাচলের পথ বন্ধ হয়ে যাবে। এলাকার সাধারন মানুষের দূর্ভোগ সৃষ্টি হবে। এ অবস্থায় জেলা পরিষদ কর্তৃক দ্বিতল বানিজ্যিক ভবন দু’টি নির্মাণ চেষ্টা বন্ধ করার দাবীতে এলাকার সাধারণ জনগনের আয়োজনে মানববন্দনের আয়োজন করা হয়েছে। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডাঃ আব্দুল মতিন জানান , এখানে ভবন নির্মাণ হলে হাসপাতালের সৌন্দর্য নষ্ট সহ বিভিন্ন সমস্যা হবে।

আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমানের সাথে টেলিফোল আলাপে তিনি বলেন জনগনের সুবিদার্থে যা করা দরকার তাদের কল্যানের জন্য জেলা পরিষদের তা করা উচিৎ। মানববন্ধনে বক্তব্য রাখেন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডাঃ আব্দুল মতিন, আমতলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. আবুল হোসেন বিশ্বাস , মো. কবির মৃধা, মো. দেলোয়ার হোসেন চুন্নু তালুকদার, স্থানীয় ব্যবসায়ী মো. জাকির হোসেন বিশ্বাস,মো. শামীম সহ এলাকার জনসাধারণ। মানববন্দনে এলাকার দেড় শতাধিক সাধারণ জনগন অংশগ্রহণ করেন। এ প্রসঙ্গে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো.শহিদুল আলম জানান এলাকার মানুষের ব্যবসা বানিজ্যর সুবিদার জন্যই এ ভবন নির্মান করা হচ্ছে,এবং পানিনিস্কাশনের জন্য মাষ্টার প্লানে ব্যবস্থা রয়েছে। বরগুনা জেলাপরিষদ প্রশাসক আলহাজ্ব মো. জাহাঙ্গির কবিরের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করে ও পাওয়া যায়নি। মানববন্ধনে বক্তারা হাসপাতালের সামনে দ্বিতল ভবন নির্মান করলে তাতে হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা ব্যাক্ত করে নির্মাণ কাজ দ্রুত বন্ধের দাবী জানান।

(এমএইচ/পি/ফেব্রুয়ারি ২৭, ২০১৫)