যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর সীমান্ত এলাকা থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার সকাল ১১টার দিকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, সকালে সীমান্ত এলাকার একটি গম ক্ষেতে কাজ করার সময় পলিথিনের ব্যাগে ককটেলগুলো দেখে বিজিবি সদস্যদের খবর দেয় স্থানীয় কৃষকেরা। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করে।

২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার সামসুর রহমান বিয়য়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।


(ওএস/এটিআর/ফেব্রুয়ারি ২৮, ২০১৫)