লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার চর বাঁকা গ্রামে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাই-বোনকে কুপিয়ে গুরুতর আহত করেছে । আহতদেরকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায়  থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার চর বাঁকা গ্রামের আমির গাজীর ছেলে সাইফুল গাজী মাঠ থেকে ফেরার পথে একই গ্রামের মিজানুর শেখের ছেলে শাহিন শেখের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটা-কাটি হয়। এর জের ধরে বিকালে শাহিনের নেতৃত্বে আঃ হক শেখের ছেলে মফিজ,আজিজুর মিজানুর, মফিজ শেখের ছেলে প্রিন্স শেখ,আজিজুরের ছেলে সাগর শেখ, হাফিজুর শেখের ছেলে সাজ্জাদ ও আজাদ রামদা,ফুলকুচি নিয়ে সাইফুল গাজীকে ধাওয়া করে। এ সময় সাইফুল দৌঁড়ে নিজ বাড়িতে আশ্রয় নিলে সন্ত্রাসীরা সাইফুলকে (৩৮) রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। হামলার সসয় তার বোন সালেহা বেগম ভাই সাইফুলকে ঠেকাতে গেলে সন্ত্রাসীরা সালেহাকে (৪৬) রামদা ও ফুলকুচি দিয়ে কুপিয়ে মারাত্বক আহত করে বীরদর্পে পালিয়ে যায়। এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেছে। এঘটনায় সাইফুল গাজী বাদী হয়ে শনিবার সকালে ৮ জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া এস আই রাকিব হাসান জানান, সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
(আরএম/পিবি/ফেব্রুয়ারি ২৮,২০১৫)