বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবা সহ এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

ওসি মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রাজু ক্রেতা সেজে উপজেলার সীমান্তবর্তী গৌরনদীর পশ্চিম ডুমুরিয়া গ্রাম থেকে ১৫ হাজার টাকায় ৫০পিচ ইয়াবা ক্রয় করেন। শনিবার সন্ধ্যায় ওই ৫০ পিচ ইয়াবা হস্তান্তরের সময় এলাকার চ‎িহ্নিত মাদক ব্যবসায়ী দলিল উদ্দিন সরদারের ছেলে রানা সরদারকে হাতেনাতে গ্রেফতার করে রাজু। এ ব্যাপারে এসআই আক্কাস আলী বাদী হয়ে মাদক দ্রব্য আইনে থানায় মামলা করেছেন।
(টিবি/পিবি/মার্চ ০১,২০১৫)