দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বিজিবি ক্যাম্পের টহল সদস্যরা দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৪৭ বোতল ভারতীয় মদ সহ একটি মোটর সাইকেল  ।
কলমাকান্দার পাঁচগাঁও বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুস সালাম জানান, শনিবার ভোর রাতে রংছাতি মোড়ে সীমান্ত এলাকা থেকে একটি মোটর সাইকেলে করে আসা কলমাকান্দার মনতলা গ্রামের আলী হুসেনের পুত্র কামাল হোসেন ও আব্দুল খালেকের ছেলে সেলিম মিয়াকে ভারতীয় ৪৭ বোতল মদসহ পাঁচগাঁও ক্যাম্পের বিজিবি টহল দল আটক করে।

শনিবার দুপুরে আটককৃতদের কলমাকান্দা থানায় সোপর্দ করা হয়।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ বশির আহম্মেদ জানান, বিজিবি সুবেদার আব্দুস সালাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেছেন।
(এনএস/পিবি/মার্চ ০১,২০১৫)