নওগাঁ প্রতিনিধি : উত্তরে জয়পুরহাট সুগারমিলের বর্জ্য ছোট যমুনা নদীতে ছেড়ে দেয়ায় নওগাঁ ছোট যমুনা নদীর পানি মারাত্মক দূষণ ও জলজীববৈচিত্র্য ধ্বংসের প্রতিবাদে শনিবার বিকেল ৫টায় নওগাঁ শহরে মানববন্ধন করেছে একুশে উদ্যাপন পরিষদ। শহরের লিটন ব্রীজের পশ্চিম মুখে এ কর্মসূচী পালন করা হয়। প্রতিবছরের মত এবারও কয়েকদিন আগে জয়পুরহাট সুগারমিলের বর্জ্য ছেড়ে দেয়ায় নওগাঁ শহরের ভিতর দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীর পানি মারাত্মক দূষিত হয়ে পড়ে। এতে প্রায় ৫৬ কিলোমিটার দৈর্ঘ্য নদীর সকল প্রজাতির মাছ মরে যায় এবং পানির দূর্গন্ধে নদীর আশে-পাশে বসবাসকারীদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, একুশে উদ্যাপন পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট আব্দুল বারী, সাবেক সাংসদ ওহিদুর রহমান, ডা. ময়নুল হক দুলদুল, পরিষদের সাধারণ সম্পাদক এম.এম. রাসেল, জেলা সিপিবি সভাপতি প্রদ্যুত ফৌজদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহসিন রেজা, জেলে সম্প্রদায়ের প্রতিনিধি বয়েন উদ্দীন, প্রকৌশলী গুরুদ্বাস দত্ত, মোল্লা মোতাহার হোসেন, সাংবাদিক কায়েস উদ্দীন, রতন সাহা রঘু, জুলহাজুর রশীদ অপু, মোমিনুল ইসলাম স্বপন, ছাত্র নেতা জয়ন্ত বর্মন প্রমূখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করে।
(বিএম/পিবি/মার্চ ০১,২০১৫)