কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের নিম্নাঞ্চলে ভাসমান শাক সবজি চাষ করে কৃষকরা স্বাবলম্বী হয়েছে। জানা যায়, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পতিত ডুবা আবদ্ধ জলাভূমি ও  নিম্নাঞ্চলে শাক সবজি চাষ করে কৃষকরা ব্যাপকহারে লাভবান হয়েছেন।

সদর উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, সদরের মহিনন্দ ইউনিয়নের শোলমারা এলাকার পতিত ডুবায় ও মারিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে কৃষি বিভাগের সহায়তায় শাক সবজি আবাদ করেছেন চাষীরা। মহিনন্দ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.আলাউদ্দিন, উম্মে কুলসুম জেবুন্নেসা ও মো.আজিজুল হক জানান, মহিনন্দের শোলমারা ব্লকে লাউ, করলা, লাল শাক, চিচিংগা ও কুমরার চাষাবাদ করা হয়েছে। প্রতিটি বেডের প্রস্ত ৬০ মিটার, দৈর্ঘ্য সোয়া মিটার, উচ্চতা ১ মিটার করে ২৬টি ভাসমান বেডে এসব শাক সবজি আবাদ করা হয়েছে। সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.মনিরুল ইসলাম জানান, সদর উপজেলার ২টি ইউনিয়নের আবদ্ধ জলাভূমিতে বিভিন্ন প্রকারের শাক সবজি আবাদ করা হয়েছে। ভাসমান অবস্থায় শাকসবজি আবাদ করায় কৃষকরা খুব কম খরচে অধিক পরিমাণ সবজি উৎপাদন করতে সক্ষম হয়েছেন।
(পিকেআর/পিবি/মার্চ০১,২০১৫)