আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকায় ফের তুষারধস আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। এর আগে বুধবার ওই একই অঞ্চলে তুষারধসে ২৮৬ জন নিহত হয়েছিলেন বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

শনিবার পানশিরের প্রাদেশিক গভর্নরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই নতুন তুষারধসে আগের তুষারধসে চাপা পড়া এলাকাগুলো পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গভর্নর আব্দুল রহমান কাবিরি বিবিসি’কে জানিয়েছেন, ৪০ মিটার উঁচু তুষারের নীচে উত্তর-পূর্বাঞ্চরীয় প্রদেশটির নতুন এলাকাও চাপা পড়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে দেশজুড়ে তুষারধস ও বন্যায় অন্তত ২৮৬ জনের মৃত্যু হয়েছে বলে এর আগে জানিয়েছিলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে পাঞ্জশিরে।ওই উপত্যকার অনেক মানুষ তুষারে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছিল। এরই মধ্যে আবার তুষারধসে পরিস্থিতি সঙ্কটজনক হয়ে পড়েছে।
তুষারধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ পারিয়ান বিচ্ছিন্ন হয়ে আছে বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা। তুষারধসে সবচেয়ে ক্ষতিগ্রস্থ সাতটি গ্রামে বিমান থেকে ত্রান সামগ্রি বিতরণ করা হচ্ছে বলে বিবিসি জানিয়েছে।তুষারধসে ব্যাপক হতাহতের ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে আফগান সরকার। এছাড়া দেশের এই দুর্যোগ দিনে নির্ধরিত ইরান সফর সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ঘানি।
(ওএস/পিবি/মার্চ ০২,২০১৫)