ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার চরমুরারীদহ গ্রামের এক কৃষকের দেড় বিঘা জমির মসুরি ও কলা ক্ষেত কেটে ফেরেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় কৃষক মজনু হোসেন বাদী হয়ে রবিবার দুপুরে ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন। লিখিত অভিযোগে জানা যায়, পার্শ্ববর্তী ইস্তফাপুর গ্রামের মোকররম হোসেনের ছেলে ফিদু মুন্সী ও তার ভাই পিকুল, হান্নান ও রশিদসহ আরও ৪/৫ জন গত ৯ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে কৃষক মজনু হোসেনের বাড়িতে এসে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় মজনু চাঁদা দিতে অস্বীকার করলে মাঠের ফসল কেটে নেয়াসহ হত্যার হুমকি দেয়।

 

চাঁদার টাকা না দিয়ে কৃষক মজনু হোসেন জীবনের ভয়ে তার পরিবার নিয়ে মাগুরা সদর থানার বাবনপুর গ্রামে আশ্রয় নেন। শনিবার দুপুরে কৃষক মজনু হোসেনের প্রায় দেড় বিঘা জমির মসুির, সরিষা ও কলার কাঁদি কেটে নিয়ে যায় ফিদু মুন্সী ও তার দল। তবে এ অভিযোগ অস্বীকার করে ফিদু মুন্সী জানান, সামাজিক দলাদলি ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। যার কোন সত্যতা নেই। মজনু আমাকে হেয় করতে এই সাজানো নাটক করছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন আজাদ (পিপিএম) জানান, সামাজিক কোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে মজনু হোসেন থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন। তদন্তে সত্যতা পাওয়া গেলে এজাহার হিসেবে গণ্য করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(জেআর/পিবি/মার্চ ০২,২০১৫)