মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি ফরহাদ হোসেন বলেন, যে মাটি ছুয়ে শপথ নিয়ে ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। সেই মুজিবনগরের মাটি মেহেরপুরের অহংকার। মুজিবনগর দেশের একটি অংহকারের নাম। সেই মাটির মানুষ আমরা সকলেই। আর সাংবাদিকরা হচ্ছেন সমাজের আলিকত মানুষ। আপনারা চাইলে সমাজ বদলে যেতে পারে। আপনাদের লেখনী শক্তির মাধ্যমে সমাজের উন্নয়নের চেহারা বদলে যেতে পারে। সাংবাদিকদের উদ্দেশ্যে করে এমপি ফরহাদ হোসেন বলেন, আপনারা  সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ভালো কাজ গুলো সংবাদপত্রের মাধ্যমে তুলে ধরেন। এছাড়াও সমাজের উন্নয়ন হয়, মানুষের ভালো হয় এমন কথা তুলে ধরেও আমাদের কাজ গুলোকে এগিয়ে নিতে পারেন।

সোমবার সকালে মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এর সহিত সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় নব নির্বাচিত সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, আতিকুর রহমান টিটু, সভাপতি রশিদ হাসান আলো, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সহ-সভাপতি আশকার আলী, প্রচার সম্পাদক অ্যাড, ইব্রাহিম শাহীন, আওয়ামীলীগ নেতা কে এম আতাউল হাকিম লাল মিয়াসহ মেহেরপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
উন্নয়ন প্রসঙ্গে তিনি আরো বলেন, ইতিমধ্যে ৭৩ কোটি বরাদ্দ দিয়ে মেহেরপুরের ভৈরব নদে খনন প্রকল্প শুরু হওয়ার পথে। বেশকিছু টাকা বরাদ্দ দেয়া হয়েছে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সর বাকি কাজ দ্রুত শেষ করার। এছাড়া মুজিবনগর বাইপাস সড়কের কাজ অতি শীঘ্রই শুরু করা হবে। এছাড়াও মেহেরপুরের সড়ক গুলো উন্নয়নসহ শিক্ষা বিষয়ের গুরত্ব দিয়ে নানা রকম উন্নয়ন মূলক কাজের জন্য চেষ্টা চালানো হচ্ছে। প্রেসক্লাবের উন্নয়নের উদ্যোশে তিনি বলেন, সাংবাদিকরা মাথা ও ব্রেনের কাজ করেন। অপনারা যাতে সুন্দর পরিবেশে আপনাদের কাজ গুলো করতে পারেন সেদিকে লক্ষ্যে রেখে প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়ন সহ সকল প্রকার উন্নয়নে আমার সহযোগীতা থাকবে এবং আমি করবো তিনি উল্লেখ করেন।
(ইএম/পিবি/মার্চ ০২,২০১৫)