গাজীপুর প্রতিনিধি : গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের (২০১৫-২০১৬) বার্ষিক নির্বাচন সোমবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বৈশাখী টিভি ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মো. খায়রুল ইসলাম সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

১৭ সদস্য বিশিষ্ট কার্যানর্বাহী পর্ষদের নির্বাচিত অপর কর্মকর্তাগণ হলেন, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন (দিনকাল), সহ-সভাপতি আবুল হোসেন (যায়যায় দিন), যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন (ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মিয়া (এসএ টিভি), কোষাধ্যক্ষ এসএম রিপন শাহ (সকালের খবর), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল বারী বাবুল (সংগ্রাম), দপ্তর সম্পাদক আবুল হাসান (ইনডিপেনডেন্ট টেলিভিশন), ক্রীড়া সাংস্কৃতিক ও কল্যান সম্পাদক হাজিনুর রহমান শাহীন (দি ইনডিপেন্ডেন্ট), নির্বাহী সদস্যগণ হচ্ছেন, মো. মুজিবুর রহমান (ইত্তেফাক), মো. মাজহারুল ইসলাম মাসুম (এটিএন বাংলা), এম. নজরুল ইসলাম (দেশ টিভি ও ভোরের কাগজ), সারওয়ার হোসেন (আজকের গাজীপুর), মো. শাহীন (ফিনান্সিয়াল এক্সপ্রেস), হাসমত আলী (দৈনিক মুক্ত সংবাদ) ও ফারদিন ফেরদৌস (মাছরাঙ্গা টিভি)।

সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে প্রেসক্লাব ভবনে ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে বিকাল ৪টার দিকে গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাজিদ আনোয়ারের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার শরীফ আহমেদ শামীম ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার মো. নজরুল ইসলাম বাদামী উপস্থিত ছিলেন।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশদি পিপিএম, গাজীপুর জজ আদালতের জিপি আমজাদ হোসেন বাবুল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, শিক্ষাবিদ নূরুল ইসলাম ভাওয়াল রত্ন, আওয়ামী লীগ নেতা ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রউফ নয়ন, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষক সম্পাদক এ্যাডভোকেচ আমানত হোসেন খানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচন পর্যবেক্ষণ করেন।

(এসএএস/এএস/মার্চ ০২, ২০১৫)